Tuesday, February 28, 2012

Nante Fante Samagra - নন্টে ফন্টে সমগ্র

হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে - এদের চেনে না এমন বাঙালি বোধ হয় নেই.নন্টে ফন্টে সমগ্রটা বইমেলায় দেখেও তাড়াহুরোয় কেনা হয় নি বলে একটু আপসোস ছিল , কলেজ স্ট্রিট যাওয়ার ও সময় বের করা কঠিন হয়ে যায় অফিসের পরে . ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে দেখলাম অনলাইন-এ ই কিনতে পাওয়া যাচ্ছে বইটা , বিনে পয়সায় বাড়িতেও দিয়ে যায় ঝকঝকে তকতকে নতুন বই .
এর আগে ইংরেজি কয়েকটা বই কিনেছিলাম , এক্সপেরিয়েন্সটা বেশ ভালই ছিল. এবারও অর্ডার দেওয়ার পরের দিনই বাড়ি পৌছে গেল নতুন বই . পাতলা চটি আকারের নয় , সাড়ে পাঁচশ পাতার বাঁধানো বই, পুরো রঙিন . নন্টে ফন্টে নিয়ে নতুন আর কি বলবো ... সবারই পড়া , তবুও একসাথে সবটা পড়তে দারুন লাগলো.
পাতা, ছাপার মান, সর্বপরি নন্টে ফন্টে - সব মিলিয়ে বইটা এক কথায় অসাধারণ , পড়তে পড়তে ছোট বেলার শুকতারা, আনন্দমেলা, কিশোর ভারতীর দিনগুলোর কথা মনে পড়তে বাধ্য .ভাবতে কষ্ট হয় সেই দিনগুলোর সাথে নন্টে ফন্টে, কেল্টুদা , বোর্ডিং-এর সুপার পাতিরাম হাতি - এই রকম সব চরিত্রগুলো কোথায় হারিয়ে গেল !!


No comments:

FEEDJIT Live Traffic Map

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

count