সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।
সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল
স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল।
সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা
চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা।
সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ
স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ।
---- কবীর সুমন
https://youtu.be/VKyIa1ezD6c
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।
সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল
স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল।
সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা
চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা।
সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ
স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ।
---- কবীর সুমন
https://youtu.be/VKyIa1ezD6c
No comments:
Post a Comment