Monday, November 13, 2017

সে চলে গেলেও --- কবীর সুমন

সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।

সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল
স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল।

সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা
চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা।

সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ
স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ।

---- কবীর সুমন

https://youtu.be/VKyIa1ezD6c

Tuesday, February 4, 2014

বইমেলা 2014

কি ধূলো রে বাবা বইমেলায়।  দুটো বই কিনলাম সৃষ্টিসুখ থেকে। আরো কিছু বাংলা বই কেনার ইচ্ছে ছিল , কিন্তু আনন্দ , দে'জ এর ভিড় দেখে লাইনে দাড়াতে সাহস হলো না।   ইংরেজি বই দেখলাম বেশ কিছু। কিন্তু ফ্লিপ্কার্ট , আমাজন থেকে অনেক কম পয়সায় পেয়ে যাব বলে কিনলাম না। বেঁচে থাক বাবা অনলাইন।


Thursday, January 23, 2014

I wish ...

"I have met hundreds of corporate managers
on their deadbeds over years
Not one of them, in their dying wish to me, has said
'I wish I had run a bigger company'
'I wish I had made more money'
'I wish I had more power'
All of them, unanimously , have said
'I wish I had been a better husband'
'I wish I had been a better father'
'I wish I had been a better human being'

- An eighty year old Jewish rabbi , speaking at an international conference"

From The Corner Office by Asgutosh Garg , © Rupa Publications


FEEDJIT Live Traffic Map

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

count